শ্রীনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ণ মেলার উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১২ পিএম, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়ণে-উদ্ভাবণে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে ৩দিনের উন্নয়ণ মেলা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, নাজির হোসেন, রফিকুল ইসলাম বাবু, আব্দুল বারেক খান বারী, ফারুক হোসেন, হামিদুল্লাহ খান মুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১৪টি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশগণ। এর আগে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ণ মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
