শ্রীপুরে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৯ পিএম, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুরে সুমাইয়া আক্তার ঝুমা (১৮) নামের এক গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা।
সুমাইয়া আক্তার উপজেলার কায়েত পাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মজিবর হোসেনের মেয়ে।
নিহতের চাচাশ্বশুর আমির হোসেন বলেন, আজ সকালে সাদিকুল কর্মস্থলে চলে যান। শাশুড়ি যান তাঁর মেয়ের বাড়ি। এ সময় বাড়ির প্রধান ফটকে তালাবদ্ধ পাওয়া যায়। সন্দেহ হলে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ফাঁসিতে ঝোলানো মরদেহ দেখতে পায়। এ সময় কয়েকজনকে নিয়ে মরদেহ নামানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
সাদিকুল ইসলাম বলেন, ‘সকাল ৭টার দিকে কর্মস্থলে চলে যাই। এর-দেড় ঘণ্টা পর আমাকে ফোন করে আত্মহত্যার বিষয়টি জানানো হলে দ্রুত বাড়িতে চলে আসি। এসে স্ত্রীর মৃতদেহ দেখতে পাই। আমার সঙ্গে স্ত্রীর সামান্য কথা-কাটাকাটি হয়। সে জন্য অভিমান করে আত্মহত্যা করতে পারে। এ ছাড়া কোনো ধরনের সমস্যা নেই।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।
এখনো গৃহবধূর স্বজনেরা আসেনি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
