দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ সিপিটি’র
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট (সিপিটি) এর উদ্যোগে “দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও সিপিটি’র আজীবন সদস্য সম্মাননা-২০২৩” শীর্ষক এক অনুষ্ঠান হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এবং ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ।
রাশিয়ান ফেডারেশন এর অনাররি কনসাল স্থপতি আশিক ইমরান এবং আই ই বি এর প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিপিটি’র চেয়ারম্যান ইস্কান্দার আলী চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দু:স্থ ২৫জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. সেলিম শুরুতে এ ধরনের মহতী আয়োজনের জন্য সিপিটি’র নির্বাহী পরিচালক জনাব সিরাজুল করিম মানিকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দু:স্থদের স্বার্থে এধরনের উদ্যোগেকে “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আমরা সকলেই সকলের তরে, সকলেই আমরা পরের তরে” মর্মে উল্লেখ করেন।
তিনি বলেন, ২৫টি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে সিপিটি মূলত: ২৫টি পরিবার স্বাবলম্বী করার মহৎ ব্রত পালন করেছে। এর ফলে সমাজের অন্তত: একশজন মানুষ সরাসরি উপকৃত হবে। এ প্রসঙ্গে ড. সেলিম সিপিটিসহ কল্যাণ প্রয়াসী যেকোন সংগঠনের এ ধরনের প্রচেষ্টায় ভবিষ্যতে সকলকে শরীক হওয়ার আহ্বান জানান এবং অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ও আজীবন সম্মাননাপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানান ।
জেবি/এসবি