মোংলাকে এলপিজি সিটি হিসেবে ঘোষনা বসুন্ধরা গ্রুপের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মোংলাকে এলপিজি সিটি হিসেবে ঘোষনা বসুন্ধরা গ্রুপের

মোংলাকেএলপিজি সিটিহিসেবে ঘোষনা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর। 

শনিবার ( মার্চসকালে বাগেরহাটের কাটাখালি মোড়েএলপি গ্যাসের জগতে স্বাগতম শীর্ষক স্মারক বিলবোর্ড স্থাপন অনুষ্ঠানে তিনি ঘোষনা দেন।

জানা যায়, বসুন্ধরা গ্রুপ ২২ বছর আগে প্রথমবারের মতো মোংলা বন্দরে জাহাজে করে এলপিজি জ্বালানী আমদানি করে। এর ধারাবাহিকতায় গত দশবছরে ১৫-১৬ জন এলপিজি আমদানিকারকের মাধ্যমে খাতে শত সহস্র লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। একই সাথে মোংলা বন্দর ব্যস্ততম বন্দর হিসেবে আবির্ভূত হয়।

যেহেতু মোংলা বন্দরের সিংহভাগ যোগানই আসে এলপিজি সরবরাহে, সেহেতু মোংলা বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ একটি এলপিজি হাব বা

কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এর স্বীকৃতি স্বরূপ দেশের এক নম্বর এলপিজি কোম্পানিবসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডবাগেরহাটের কাটাখালী মোড়