Logo

ঢাবির বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে এনআরবিবি ব্যাংকের অনুদান

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫৬
16Shares
ঢাবির বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে এনআরবিবি ব্যাংকের অনুদান
ছবি: সংগৃহীত

ড. নাজমুন নাহারের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে ৬ লাখ টাকার অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। 

সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায়  বাংলাদেশ কুয়েত  মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুন নাহারের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান  এস এম পারভেজ তমাল। 

বিজ্ঞাপন

এদিকে, ব্রেন টিউমারে আক্রান্ত ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী  শিক্ষার্থী আল আমিনের  চিকিৎসা সহায়তায় ৫ লাখ টাকার  অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি  সচিব মোহাম্মদ আহসান হাবিবসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। এজন্য, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রধানমন্ত্রীর  শিক্ষা সহায়তা ট্রাস্টসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছে। এছাড়া,  দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের  চিকিৎসা সহায়তায় এনআরবিসি ব্যাংক সবসময় পাশে থাকে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD