আলুর হিমাগার মালিক সমিতিসহ অন্যান্য ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভা
🕐 প্রকাশ: ০৭:৩৮ পিএম, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: জনবাণী
বগুড়ায় বিভিন্ন আলু ব্যবসায়ী, হিমাগার মালিক সমিতির সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বর্ণিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. সফিকুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন সুদীপ কুমার চক্রবর্ত্তী ,পুলিশ সুপার, বগুড়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এনডিসি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, সিভিল সার্জন ডা. শফিউল আজম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রক, সিনিয়র জেলা কৃষি বিপণন কর্মকর্তা, এনএসআই প্রতিনিধি, বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের প্রতিনিধি, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, বগুড়া এর সহ-সভাপতি মাহফুজুর রহমান রাজ, জেলা ক্যাবের সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন, হোসনে আরা, চেয়ারম্যান, টিএমএসএস, কোল্ড স্টোরেজ মালিকবৃন্দ, আলুর পাইকারি ও খুচরা ব্যবসায়ীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মহাপরিচালক সভার শুরুতে সভা আয়োজন ও উপস্থিতির জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় মূলত চিনি ও ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করে। সাধারণত কৃষি পণ্যের মূল্য নির্ধারণ হয় কৃষি বিপণন আইন অনুযায়ী। সরকার সে অনুযায়ী আলু-পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিয়েছে। তিনি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে ব্যবসা পরিচালনা করতে এবং মুনাফা করতে অনুরোধ করেন।
তিনি আরও বলেন, হিমাগার মালিকদের দায়িত্ব আছে। সে জায়গা থেকে ব্রোকার, ফড়িয়া ব্যবসায়ী এবং আলু সংরক্ষণকারীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা নিশ্চিত করতে হবে। কৃষকদের দোহাই দিয়ে বাজার অস্থিতিশীল করা যাবে না। ভারতের কলকাতায় খুচরা পর্যায়ে আজ ১৪ রুপি প্রতি কেজি আলু বিক্রয় হচ্ছে। কোন অবস্থায়ই দেশে আলু ৫০ টাকা হতে পারে না। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে এবং পাকা রশিদ নিশ্চিত করতে হবে। সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে চান।
তিনি আরও বলেন, কোন কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত ২৭ টাকা মূল্যে আলু বিক্রয় না করলে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সংশ্লিষ্ট কোল্ড স্টোরেজের মালিকের মাধ্যমে আলু যার নামে মজুদ ছিল তার নিকট পৌঁছিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা নির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিশেষে তিনি সকলের সমন্বিত সহযোগিতায় ভোক্তাবান্ধব ও ব্যবসাবান্ধব বাজার তৈরি হবে এবং সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করে তাঁর বক্তব্য শেষ করেন।
আলোচনায় বগুড়া হিমাগার মালিক সমিতির সভাপতি হোসনে আরা বলেন, কোল্ড স্টোরেজ হতে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় নিশ্চিত করতে হবে। তবে খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যে আলু বিক্রয় নিশ্চিতে তিনি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চান।
সভায় বগুড়া হিমাগার মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সমিতির সকল সদস্যগণ কোল্ড স্টোরেজে মূল্যের ব্যানার লাগিয়ে দিবেন এবং সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় নিশ্চিত করবেন।
আলোচনায় পাইকারি আলু ব্যবসায়ী পরিমল প্রসাদ বলেন, আলু ক্রয়ের ক্ষেত্রে কোন রশিদ পান না।তিনি পাকা রশিদ প্রাপ্তিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে সহযোগিতা করার অনুরোধ জানান।
আলোচনায় সিনিয়র সাংবাদিক আক্তার হোসেন বলেন ভোক্তা অধিকারের জনবল বাড়াতে হবে যাতে বাজার তদারকি বাড়ানো সম্ভব হয়।
সভায় বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, আমরা সবাই মিলে একটি ভালো পরিবেশ তৈরি করতে চাই। মজুতদার আইন ও বিশেষ ক্ষমতা আইনে এবং ভোক্তা অধিকার আইনে অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির যে বিধান আছে সেগুলো বাস্তবায়ন করতে আমরা বদ্ধ পরিকর।
আলোচনায় সভার সভাপতি জেলা প্রশাসক বলেন, বগুড়া জেলায় এ বছর প্রায় ১২ লক্ষ ২৪ হাজার মেঃ টন আলু উৎপাদিত হয়েছে। বগুড়া জেলা কৃষি পণ্যে স্বয়ংসম্পূর্ণ। কাজেই বগুড়া জেলা হতে বেশি দামে আলু বিক্রয় করার কোন যৌক্তিক কারণ নেই। প্রতিটি কোল্ড স্টোরেজে সরকার নির্ধারিত মূল্য উল্লেখ করে ব্যানার টাঙ্গাতে হবে এবং পাকা রশিদ ছাড়া কোন কোল্ড স্টোরেজ থেকে আলু বের হবে না। পরিশেষে তিনি সভায় উপস্থিত সকলকে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সরকার কর্তৃক নির্ধারিত মূল্য বাস্তবায়নে সবাই সবার অবস্থান থেকে কাজ করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
জেবি/এসবি
সারাবো মডার্ন ফায়ার স্টেশন উদ্বোধন
🕐 প্রকাশ: ০৬:১৩ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল
সারাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
বুধবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুর জেলার সদর উপজেলার গোবিন্দবাড়ীতে এ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, ১১ মডার্ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহিদ আতাহার হোসেন, গাজীপুর জেলার জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বিপিএম, গণপূর্ত বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপরিচালক মো. আখতারুজ্জামান, সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক, স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার কাউন্সিলরগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ারহাউজ ইন্সপেক্টর সিল্টন আহমদের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হককে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করে প্রধান অতিথি সারাবো মডার্ন ফায়ার স্টেশনের উদ্বোধন ফলক উন্মোচন করেন এবং বেলুন উড়ান। তিনি স্টেশন আঙ্গিনায় একটি আমলকি গাছের চারা রোপণ করেন। এরপর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. খালেদ আহসান।
উদ্বোধন অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. শহিদ আতাহার হোসেন, বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “শিল্পঘন এলাকা হওয়ায় সারাবো ফায়ার স্টেশন এই এলাকার অগ্নিনিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে থাকবে বিশ্বের সর্বাধিক উচ্চতার ৬৮ মিটারের টার্ন টেবল লেডারসহ আধুনিক সরঞ্জাম। এই স্টেশনটি এলাকার দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।”
অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সময় ফায়ার সার্ভিসের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, ২০০৯ সালে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি, সারাবো মডার্ন ফায়ার স্টেশনসহ এখন চালু ফায়ার স্টেশনের সংখ্যা হলো ৫০০টি। তিনি মাননীয় মন্ত্রীকে এবং তাঁর মাধ্যমে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেবি/এসবি
ভিসানীতি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
🕐 প্রকাশ: ০৫:৫১ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল - ছবি: সংগৃহীত
আমেরিকার ভিসানীতি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলাবাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়। বর্তমান সময় ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্তকেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনও ঘাটতি নেই। আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।”
আরও পড়ুন: শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে
তিনি আরও বলেন, “আমেরিকা ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা উল্লেখ করেনি। তারা এমনিতেও সবাইকে ভিসা দেন না। এটা তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।”
আরও পড়ুন: ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
এসময় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমজদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার রাশিদুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি
শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে
🕐 প্রকাশ: ০২:০৯ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি
উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, “লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে পরদিন শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে।”
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আগামীকালও বৃষ্টি একই রকম থাকতে পারে। তবে শুক্রবার-শনিবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে লঘুচাপের প্রভাবে।
জেবি/এসবি
ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
🕐 প্রকাশ: ১০:৩৬ এএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে তারা নিহত হন। নিহতদের ৩জনই কাতার প্রবাসী বাংলাদেশি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
নিহত ৩জন হলেন চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ।
তার কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাঙামাটি জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১০টায় সৌদি আরব থেকে ওমরাহ করে কাতার ফেরার পথে সৌদি আরব বর্ডার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন কবির হোসেন নামের আরও এক বাংলাদেশি। এ সময় তার সঙ্গে থাকা মুছা মিয়া নামের আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজায় গুজব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে বললেন আইজিপি
নিহতের মরদেহ সৌদি আরব আল হাসান হোপ কিং ফাহাদ হসপিটালের মর্গে আছে বলে জানান স্বজনরা।
নিহত কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘালয় গ্রামের কালা মিয়ার ছেলে। আহত মুছা মিয়া ওই গ্রামের আসক আলীর ছেলে।
জেবি/এসবি
রাঙামাটি জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
🕐 প্রকাশ: ০৮:৪৪ পিএম,২৬শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
পার্বত্য রাঙ্গামাটি জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২৩-২০২৪ অর্থ বছরের জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) পার্বত্য রাঙ্গামাটি জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ আসনের জাতীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাবু দীপংকর তালুকদার।
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ কোন মহল পাহাড়ী জনপদে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অধিকতর অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরও বলেন পার্বত্য এলাকায় আগের তুলনায় চাঁদাবাজি, অপহরণ, গুম অনেকাংশে কমেছে। তবে শতভাগ কমেছে আমরা তা বলবো না। পাহাড়ে চাঁদাবাজি, অপহরণ, গুম হ্রাস পাওয়ার পিছনে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র ভূমিকা রয়েছে।
পার্বত্য রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক, মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে জেলা সমাবেশ মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জ এর উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ্ রাসেল। দূর্গাপুজা ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষাসহ যে কোন সরকারী দায়িত্ব অবশ্যই নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে পালন করতে হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার, মীর আবু তৌহিদ এছাড়াও উপস্থিত ছিলেন ৭ আনসার ব্যাটালিয়ন, হাজাছড়া, শুভলং, রাঙ্গামাটি এর পরিচালক, মোল্লা আবু সাঈদ, ৩৮ আনসার ব্যাটালিয়ন, লংগদু, রাঙ্গামাটি এর অধিনায়ক, মো. আজিম উদ্দিন, ও ২৬ আনসার ব্যাটালিয়ন, ঘাগড়া, রাঙ্গামাটি এর অধিনায়ক, মো. জহুরুল ইসলাম এবং মো. আব্দুল মোন্তাকিম, সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা/উপজেলা দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ।
সমাবেশের স্বাগত বক্তব্যে রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট, ফয়জুল বারী বলেন, পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে ২৯৭০ জন হিল ভিডিপি, ১১৭ জন হিল আনসার ও ২৪০ জন অঙ্গীভূত আনসারসহ উপজেলা, ইউনিয়ন ও গ্রামের আনসার ও ভিডিপি সদস্যরা। যারা নিরাপত্তার পাশাপাশি যে কোন প্রাকৃতিক দূর্যোগ যেমন-পাহাড় ধ্বস, অগ্নিকান্ড ও বন্যা মোকাবেলায় সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পার্বত্য রাঙ্গামাটি জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি মোতায়েন বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তিনি আলোকপাত করেন।
তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, আইন -শৃঙ্খলা রক্ষাসহ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
উক্ত অনুষ্ঠানের শুরুতে সম্মানিত প্রধান অতিথিসহ সকল অতিথির উপস্থিতিতে জেলা সমাবেশ উপলক্ষে কেক কাটা হয় ও উন্মুক্ত আকাশে বেলুন উড়ানো হয়। প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরুপ বাহিনীর সদস্যদরে মধ্যে ১০ টি বাইসাইকলে ও ১৪টি ছাতা পুরস্কার হিসেবে দেয়া হয়। সমাবেশে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩শত সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি