প্রথম চালানে ভারত গেলো ৪৫ টন ইলিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩
দূর্গাপূজা উপলক্ষে ইলিশ রফতানির প্রথম চালান হিসেবে ভারতে গেছে ৪৫.৮ মেট্রিক টন (৪৫ হাজার ৮০০ কেজি) ইলিশ। প্রতি কেজি ইলিশ ১০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯০ টাকা) মূল্যে রফতানি হচ্ছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ১২টি ট্রাকে করে এই ইলিশ ভারতে পাঠানো হয়। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের চালান প্রবেশ করে।
আজ যেসব রফতানিকারক প্রতিষ্ঠান ইলিশ রফতানি করেছে তারা হলেন মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং, রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড। অন্যদিকে ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান হলো এস আর ইন্টারন্যাশনাল, নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড, বিমল রায় ও বারখা বিকাস ফিস এজেন্সি।
আরও পড়ুন: নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ
চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে এমি এন্টারপ্রাইজ এবং গনি অ্যান্ড সন্স নামে দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।
গেল বছর পূজা উপলক্ষে ২ হাজার ৯০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলেও ১ হাজার ৩০০ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছিল।
আরও পড়ুন: এক ফোনে প্রাণে বাঁচল ২৯ জন
দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ৭৯টি প্রতিষ্ঠান এই অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো ৫০ মেট্রিক টন করে ইলিশ রফতানি করতে পারবে। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রফতানি করা হয়। ২০১২ সাল থেকে দূর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ইলিশ রফতানি হয়ে আসছে।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, আগামী ৩০ অক্টোবরের মধ্যে সমস্ত ইলিশ ভারতে রফতানির নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের।
জেবি/এসবি