Logo

তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ১৭ দিন পর উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৪৩
24Shares
তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ১৭ দিন পর উদ্ধার
ছবি: সংগৃহীত

মুন্না নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে

বিজ্ঞাপন

রংপুরের গঙ্গাচড়ায় গত ১৭ দিন আগে তিস্তা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় নিখোঁজ হওয়ার ৩দিন পর মুন্না মিয়া (১৮) এবং শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৬দিন অতিবাহিত হওয়ার পর নাইস আহমেদ (১৯) এর অক্ষত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তারা দুজনেই এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলো। 

বিজ্ঞাপন

মুন্না নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে ও নাইস নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর (বুধবার) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে একটি অটোভ্যানে করে ৬ বন্ধু গোসল করতে আসে। এরপর তারা নদীতে গোসলে নামলে ৬ ছয় বন্ধুই তিস্তার স্রোতে তলিয়ে যেতে ধরে। এক বন্ধু কেনো রকমে সাতঁরে পাড়ে উঠলেও বাকি ৫ বন্ধু স্রোতে টানে তলিয়ে যেতে ধরে। এসময় ঘটনাস্থলে থাকা লোকজন নৌকা দিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও অন্য দুইজন সেখানেই নিখোঁজ হন। তারা দুজনেই এসএইচসি পরীক্ষার্থী। নিখোঁজের ৩২ ঘন্টা পর ডুবে যাওয়া স্থান থেকে ৫ কিলোমিটার দুরে তিস্তায় ভেসে উঠে মুন্না আহমেদ (১৮) নামে এক পরীক্ষার্থীর মরদেহ।

বিজ্ঞাপন

এবিষয় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, আমরা একটি লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ভেসে উঠা লাশটিকে সনাক্ত করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD