প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর যা বললেন উজরা জেয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩০ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে তাদের এই এই সাক্ষাৎ হয়। এ নিয়ে উজরা জেয়া নিজেই এক্সে (সাবেক টুইটার) সচিত্র একটি পোস্ট দিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ
এতে তিনি লিখেছেন, “রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের একটি সাইড ইভেন্টের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি।”
তিনি আরও লেখেন, “আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অংশীদারত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি।”
জেবি/এসবি