ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৬ পিএম, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ঝারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলার জালশুকা রেলক্রসিং এলাকায় আসতেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ঝারিয়া রেল যোগাযোগ বন্ধ রয়েছে।”
আরও পড়ুন: জিল্লুর রহমানের ‘শেষ অধ্যায়’ বইটি উপহার পেলেন এমপি ওদুদ
জিয়াউল হক আরও বলেন, “ইঞ্জিন উদ্ধার করার জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে। তবে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে এখনই তা বলা যাচ্ছে না।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
