বেড়ায় ধান ক্ষেতে মাজরা পোকা, দিশেহারা কৃষক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩
পাবনার বেড়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বর্ষালি ইরি ধান ক্ষেতে মাজরাপোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
জানা যায় , উপজেলার চর নাকালিয়া , চর সাঁড়াশিয়া, হাটাইল-আড়ালিয়া, চর পাইখন্দ , চর নাগদাহ , চর সাফুল্লা মৌজা সহ বিভিন্ন এলাকায় শতশত বিঘা জমির উঠতি বর্ষালি ইরি ধানের ক্ষেতে ব্যাপক হারে মাজরাপোকার আক্রমণ দেখা দেওয়ায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন।
চর সাঁড়াশিয়া গ্রামের প্রান্তিক কৃষক সাত্তার বেপারি বলেন, তাঁর দুই বিঘা ধানের জমিতেই মাজরাপোকা লেগেছে। চর নাগদাহ গ্রামের আাফান মোল্লা বলেন , পাঁচ বিঘা জমির মধ্যে তিন বিঘা জমিতেই মাজরাপোকা দেখা দিয়েছে। চর সাফুল্লা গ্রামের গজনবী বলেন দশ বিঘা জমির মধ্যে ছয় বিঘা জমিতে পোকা আক্রমণ করেছে। তবে বাজার থেকে কীটনাশক কিনে জমিতে স্প্রে করার পর আক্রমণ অনেকটা কমে গেছে
চরাঞ্চলের অন্যান্য কৃষকরা বলেন, মাজরাপোকার আক্রমণে উঠতি বর্ষালি ইরি ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। পোকা আক্রমণ করেলে ধানের মাজ কেটে ফেলে, যার কারণে ধান গাছের পাতা লাল বিবর্ণ হয়ে গাছগুলো মরে যেতে থাকে। মাজরাপোকা দমনের জন্য বাজার থেকে বিভিন্ন কীটনাশক কিনে এনে জমিতে স্প্রে করা হলেও পোকার আক্রমণ কমছে না। আবার কিছুটা দমন হলেও কয়েক দিন পর পুনরায় আক্রমণ শুরু করে।
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির এ বিষয়ে বলেন, আবহাওয়া বিরূপ প্রভাব ও বিভিন্ন কারণে এ পোকা ধান ক্ষেতে আক্রমণ করে থাকে। উপজেলার চরাঞ্চলে সামান্য কিছু ধানের জমিতে এ পোকা আক্রমণ করেছে বলে আমরা জেনেছি। তাই পোকা দমনে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে পোকা দমনে বাজারে বিভিন্ন কীটনাশক কিনতে পাওয়া যায়, কীটনাশক জমিতে স্প্রে করলে এ পোকা দমন হয়ে যায়।
জেবি/এসবি