টঙ্গীতে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৬ পিএম, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওই কিশোরীর নাম সাবিকুন নাহার সাদিয়া(১৬)। সে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার মধ্যকলারাণ গ্রামের আশরাফ আলী শিকদারের মেয়ে।সাদিয়া টঙ্গীর দত্তপাড়া এলাকার জনৈক আব্দুর রহমান শিকদারের ভাড়া বাড়িতে পরিবারের সাথে বাস করত।
সাদিয়া টঙ্গীর জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন বালিকা মাদ্রাসার ছাত্রী ।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে বাসায় নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে সাদিয়া।রাত দুইটার দিকে সাদিয়ার কক্ষে আলো জ্বলতে দেখে বড় ভাই সাইফুল ইসলাম সিকদার তাঁর কক্ষে গিয়ে
সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত নিথর দেখতে পায়।পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সোমবার ভোরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
