কটিয়াদীতে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৬ পিএম, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

কটিয়াদী উপজেলা নবযোগদানকৃত নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সঙ্গে কটিয়াদী উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কটিয়াদী উপজেলার হল রুমে উপজেলা সমাজসেবা অফিসার মাঈনুর রহমান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলায় নবাগত ইউএনও ওয়াহিদুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম শাহাদাত হোসেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার ইসরাঈল,ফেকামার ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিন,আদর্শ বিদ্যানিকতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির,সরকারি কর্মচারী কল্যান সংঘের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ, শিমুহা আব্দুল মজিদ দাখিল মাদ্রাসার সুপার আশরাফুল আলম প্রমুখ।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
