Logo

পোশাক রফতানিতে ভিসানীতির প্রভাব পড়বে না: বিজিএমইএ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:১৪
10Shares
পোশাক রফতানিতে ভিসানীতির প্রভাব পড়বে না: বিজিএমইএ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আমেরিকার ভিসানীতিতে দেশের পোশাক রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, “যেকোনো স্যাংশনসই শঙ্কিত হওয়ার। এরপরও ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যেতে পারবেন। আমরা কোভিডের সময় কোনো দেশে যেতে পারিনি। এরপরও আমাদের ব্যবসা বন্ধ হয়নি। সে ক্ষেত্রে বলা যায়, ভিসা বাতিল হলেও বিকল্পভাবে যে কেউ ব্যবসা চালিয়ে যেতে পারবেন।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ভিসানীতিটা যে কারও ওপর হতে পারে। আমি গত ৩০ বছর ধরে ৫ বছর করে আমেরিকার ভিসা পাই। এরপরও আমি আমেরিকা যাওয়ার পর আমাকে বলতে পারে তোমার ভিসা বাতিল করা হলো।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফারুক হাসান আরও বলেন, “এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হচ্ছে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। এর কয়েকটি ব্যাংকের ওপর স্যাংশনস হয়েছে। তবে, সেটা অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে। সেভাবেই সরকার কাজ করবে। যেকোনো স্যাংশনসই শঙ্কিত হওয়ার, তবুও আমরা আশাবাদী ব্যবসার ক্ষেত্রে এর প্রভাব পড়বে না।”

জেবি/এসবি 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD