কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩
বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার আয়োজনে পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা ও আলোচনা সভা স্থলে মিলিত হয়।
এসময় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী পর্যটন মেলা ও কনসার্টের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। পরে আলোচনা সভায় কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার,পর্যটন জোনের ম্যাজিষ্টেড মো. রবিউল ইসলাস, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির বিপ্লব, মহিপুর থানার ওসি তদন্ত মোঃ আসলাম মিয়া,কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ, কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সভাপতি মো: আনোয়ার হোসেন আনু, হোটেল-মোটেল ঔনার এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক মোঃ সাইদ মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। রেলীতে পর্যটক সহ সকল শ্রেনীর পেশার মানুষ অংশগহন করেন।
আগামী তিনদিন সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হবে।
আরএক্স/