ঘাটাইলে দুই লাক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩


ঘাটাইলে দুই লাক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
পড়োনো হচ্ছে কারেন্ট জাল। ছবি: জনবাণী

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযান হয়েছে।


ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের শেখ শিমুল বিলে অভিযানে প্রায় ১৫ শো মিটার নিষিদ্ধ চায়না জাল আগুনে পোড়ানো হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। 


মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বর্ষার পানি ও বিলে ঢুকতে শুরু করেছে। ফলে দেশীয় প্রজাতির বিভিন্ন মা মাছ নতুন পানি পেয়ে প্রজনন শুরু করেছে। কিন্তু চায়না জালের ব্যবহারে ডিম থেকে শুরু করে সব ধরনের মা মাছ সহজেই ধরা পড়ছে। এতে হুমকিতে পড়ছে হাওরের দেশীয় প্রজাতির মাছের প্রজনন।


মৎস্য কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন, বলেন, হাওরের দেশীয় মাছের প্রজনন ধরে রাখতে প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয় 


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কিশোর কুমার দাস বলেন, ধ্বংসের হাত থেকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছের প্রজননে বাধা প্রদান করবে, তাদের মৎস্য আইনের আওতায় আনা হবে।


আরএক্স/