Logo

৬ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করলো ঢাকা জেলা প্রশাসক

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৩, ০৪:০৬
53Shares
৬ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করলো ঢাকা জেলা প্রশাসক
ছবি: সংগৃহীত

সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান পরিচালনা করে এ জমি উদ্ধার করেন।এ সময় খাসজমি উদ্ধার করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

রাজধানীর ডেমরা থানার পাইটি মৌজার  প্রায় ৬ কোটি টাকা মূল্যের  ৩৩ শতক খাস জায়গা উদ্ধার করেছেন ঢাকা  জেলা প্রশাসক।

বুধবার (৪ অক্টোবর) ঢাকা  জেলা প্রশাসক  আনিসুর রহমানের নির্দেশনা এবং  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি)  নূরজাহান আক্তার সাথী অভিযান পরিচালনা করে এ জমি উদ্ধার করেন।এ সময় খাসজমি উদ্ধার করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

কয়েকজন ভূমিদস্যু  দীর্ঘদিন যাবত এ জায়গা দখল করে মাছ চাষ করে আসছিলেন। খবর পেয়ে ডেমরা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন, এসময় ডেমরা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার,  তহসিলদার সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা  জেলা প্রশাসক  আনিসুর রহমান বলেন, ' জেলা প্রশাসন ঢাকার চলমান খাস জমি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ডেমরায় অভিযান পরিচালনা করা হয়, ঢাকা জেলায় আরো বড় পরিসরে এই অভিযান পরিচালনা করা হবে, সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।'

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD