সোনার দাম কমলো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩


সোনার দাম কমলো
ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা।


স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) কমে যাওয়ার কারণে এ দাম কমানো হয়েছে। কাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এ দাম কার্যকর করা হবে।


আরও পড়ুন: জ্বালানি তেলের দাম কমলো


বুধবার (৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও পণ্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতা গ্রেফতার


এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।


জেবি/এসবি