বেড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩
২০২৩-২৪ অর্থ বছরে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে বেড়া উপজেলায় জেলেদের জন্য মানবিক সহায়তা হিসেবে বিজিএফের আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ১ নং হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে ৯০ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো, নাসির উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো, আব্দুল হামিদ সরকার, ইউপি সচিব মো, সাইফুল ইসলাম, সাংবাদিক ওসমান গনি, এস আর শাহ্ আলম, ইউপি সদস্য সিল্টু শেখ, আ,মজিদ শেখ আ, জব্বার, রেজওয়ান হোসেন রঞ্জু, নাইমা খাতুন, চাম্পা খাতুন,মনজেলা খাতুন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, বেড়া পৌরসভা ও উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ৭শ' ৫০ জন জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ, চলতি বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ মাছ আহরণে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার।
আরএক্স/