নাগরপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৮ পিএম, ৯ই অক্টোবর ২০২৩

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল- (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা নীরন্দ্র কুমার সাহা পোদ্দার, বাবু সম্ভু নাথা সাহা প্রমূখ।
প্রস্তুতি সভা পরিচালনা করেন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামা। এবার উপজেলার ১২টি ইউনিয়নে ১৩২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
এ সময় হিন্দ সম্প্রদায়ের পূজারীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
