একদিনে ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১০ জন মারা গেছেন । এরমধ্যে ছয়জন ঢাকার বাসিন্দা।
সোমবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফত রের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৬০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬৪৯ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ১১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৪২
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২২৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৬ হাজার ৩০৮ জন। মারা গেছেন ১ হাজার ৯৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬৯১ জন এবং ঢাকা সিটির বাইরের ৪০৫ জন।
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মারা গেছেন।
জেবি/এসবি