ইবিতে 'দ্যা আর্ট ফিল্ম অব ভাঙ্গা কলসি' নাটক প্রদর্শন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩
বাংলাদেশের সিনেমাতে ক্রান্তিকালীন মুহূর্তের কারণ ও সেখান থেকে উত্তরণের সমাধান নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'দ্যা আর্ট ফিল্ম অব ভাঙ্গা কলসি' নাটক প্রদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২ টার দিকে অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে এটি প্রদর্শিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ মহা. রেজাউল করিম, অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ, উপ-রেজিস্ট্রার গাউসুল আজম রিন্টুসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
আয়োজকরা জানান, বর্তমান সিনেমাতে সংকট কিংবা ক্রান্তিকালীন মুহূর্ত চলতেছে। সেই ক্রান্তিকালীন মুহূর্তের যে কারণ এবং সেখান থেকে উত্তরণের যে উপায়, সেটাই 'দ্যা আর্ট ফ্লিম অব ভাঙ্গা কলসি নাটকের মাধ্যমে পরিবেশন করা হয়েছে। দর্শক যেন সিনেমা হলে আসে এবং তারা যেন সিনেমা হলে এসে উপভোগ করে সেইজন্য আমাদের আজকের এই নাটক।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি আব্দুল মমিন নাহিদের নির্দেশনায় খোন্দকার নাসির উদ্দিনের রচনায় নাটকটি প্রযোজনা করে সংগঠনটির সদস্যরা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সংগঠনটির সদস্য শিমলা, আশেক, মিম, প্রিন্স, মাহবুব, আর্য, জসিং, ঐশি, বন্যা, মিথিলা, লাকী এবং আশেক।