চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩
“আপনার চোখ'কে ভালোবাসুন” এ প্রতিপাদ্য'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা কর্তৃক পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে র্যালি প্রদক্ষিণ শেষে অত্র চক্ষু হাসপাতালে জনসচেতনতা সৃষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার কোষাধ্যক্ষ মতিউর রহমান বরজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী চক্ষু চিকিৎসার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির সম্মানী সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য আব্দুল হান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন চক্ষু হাসপাতালের ডা. রুমানা আফরোজ লিয়া, ডা. ইমরান জাভেদ,ডা. তৌহিদুল ইসলাম সুজন, ডা. মোখলেসুর রহমান সহ অত্র চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটি (সার্বিক) পরিচালনা করেন চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জানায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চক্ষু হাসপাতালে প্রায় ২৫০ জন বিভিন্ন বয়সের নারী-পুরুষদের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে বলে এসব কথা জানান তিনি।
আরএক্স/