নতুন ফিচার আনলো ফেসবুক


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩


নতুন ফিচার আনলো ফেসবুক
ফাইল ছবি

বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান ফেসবুক এবার নতুন ফিচার নিয়ে এসেছে। এখন একজন ব্যবহারকারী একসঙ্গে ৪টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি কেউ একাধিক একাউন্ট খুলতে চান সে ক্ষেত্রে এই ফিচারটি তার জন্য। 


সম্প্রতি সময়ে মেটা ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল ফিচার চালু করেছে। এই ফিচারটি চালু হওয়ার পর একজন ব্যবহারকারী ফেসবুকে ৪টি প্রোফাইল তৈরি করতে পারবেন।


আরও পড়ুন: ২৬ বছরে পা দিল গুগল


মাল্টিপল পারসোনাল প্রোফাইলস ফিচারের ভুয়া অ্যাকাউন্ট বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর নানান সুবিধাও আছে। আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকেই টাইপ কন্টেন্ট শেয়ার করতে পারবেন। সব প্রোফাইলের ফিড আলাদা হবে। এ ছাড়াও, আপনি লগইন আপশনের মাধ্যমে বিভিন্ন প্রোফাইলে স্যুইচ করতে পারবেন।


আরও পড়ুন: ফ্যামিলি গার্ড ফিচার আনলো ইমো


তবে যে ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন, তারা ডেটিং, মার্কেটপ্লেস, পেশাদার মোড এবং পেমেন্টের মতো ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন না।


জেবি/এসবি