মুরাদনগরে শারদ উৎসবকে রাঙিয়ে তুলতে কর্মব্যস্ত প্রহরে প্রতিমা কারিগররা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩


মুরাদনগরে শারদ উৎসবকে রাঙিয়ে তুলতে কর্মব্যস্ত প্রহরে প্রতিমা কারিগররা
রহিমপুরের ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ীতে শেষ সময়ে প্রতিমা রং করছেন কারিগর বিকাশ পাল - ছবি: জনবাণী

প্রিয়ন্ত মজুমদার, মুরাদনগর (কুমিল্লা): শরতের বাগানে ফুটেছে কাশ, দেবী দূর্গা আগমনী বার্তায় মুখরিত চারিপাশ। দিনকয়েকের ব্যবধানে শুরু হবে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। শেষ মূহুর্তে পুজোর প্রতিমা তৈরীতে দিন-রাত কর্মব্যস্ত সময় অতিবাহিত  করছেন প্রতিমা শিল্পীরা। কুমিল্লার মুরাদনগরের ঐতিহাসিক পূজা মন্ডপগুলো ইতোমধ্যে সম্পন্ন করেছে বেশির ভাগ কাজ। উপজেলার দুই থানায় শতবর্ষী পূজাগুলোর মাঝে এবছরও হবে প্রায় ৩০টি।


রহিমপুর পোদ্দার বাড়ীর অদ্রি পোদ্দার ও অংকিত পোদ্দার জনবাণীকে বলেন, আমাদের জমিদার বাড়ির পূজাটি শতবর্ষী। বাবার মুখে শুনেছি দাদু, প্রৌপিতামহের আমলেও এই মণ্ডপে পূজা হতো জাঁকজমকপূর্ণ। পূজা ঘনিয়ে আসায় আমাদের পূজার অধিকাংশ প্রস্তুতি শেষের পথে। শেষ মূহুর্তে কারিগররা প্রতিমা রং করতে ব্যস্ত। আশা করছি, মহাষষ্ঠীর পূর্বেই প্রতিমা তৈরী সম্পন্ন করতে পারবে তারা।


উপজেলার ১৪৯ টি পূজামণ্ডপে লেগেছে সাজ-সাজ রূপ। দেবীর আরাধনায় প্রতিটি মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে কারিগরদের দিতে হচ্ছে অতিরিক্ত সময়। শৈল্পিক ছোঁয়ায় দেবীর প্রতিমাকে করে তুলছেন অপার সৌন্দর্যে ভরপুর। লক্ষ্য একটাই যেকোনো প্রকারে ২০তারিখ মহাষষ্ঠীর পূর্বে চাই সমস্ত কাজের সমাপ্তি।


মুরাদনগরে কর্মরত প্রতিমা কারিগররা বলছেন, বছরের অধিকাংশ সময় আমরা অলস ভাবে পার করি। অক্টোবর - নভেম্বর মাস আসলে মায়ের পুজোর প্রতিমা তৈরীর কাজ আসে। একসাথে কয়েকটা প্রতিমার কাজ নেওয়ার কারণে ব্যস্ততা একটু বেশি। তবে পুজোর আগেই সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবো আমরা। প্রতিমা তৈরী করে শেষ করেছি। এখন শেষ মুহূর্তের ফিনিশিং দেওয়াটা বাকি রয়েছে, সেই কাজটুকু নিখুঁত ভাবে সম্পন্ন করতেই এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷ কাজের চাপ রয়েছে প্রচুর।


উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্যানন্দ রায় জনবাণীকে বলেন, এখনো কোনো মন্ডপের প্রতিমা তৈরী শতভাগ সম্পন্ন হয়নি। ষষ্ঠীর পূর্বে শতভাগ সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে সার্বক্ষণিক। পূজা উপলক্ষে ইউএনও অফিস ও মুরাদনগর থানায় আইনশৃঙ্খলা মিটিং হয়েছে। আজ(রবিবার) বাঙ্গরা থানায় আইনশৃঙ্খলা মিটিং হবে। সরকারি অনুদানের অর্থ প্রক্রিয়াধীন, সময়মতো পৌঁছে দেওয়া হবে।


জেবি/এসবি