সদরপুরে নদীতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩


সদরপুরে নদীতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন
সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদী তীরে ড্রেজিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।

পানি সম্পদ মন্ত্রণালয় ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 


সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল এর মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৮০টি সমাপ্ত ও পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী,খাল ও জলাশয়ের শুভ উদ্বোধন করেন। 


বিটিভি ওয়ার্ল্ড থেকে সম্প্রচার অনুষ্ঠানটি সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রদর্শন করা হয়। 


অপরদিকে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া আড়িয়াল খাঁ নদীপাড়ে নদীতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের শুভ উদ্বোধন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 


সরকারের প্রতিনিধি হিসাবে ভিত্তিপ্রস্তরের ফলক উম্মোচন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। 


এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল, উপজেলা প্রকৌশলী আঃ মোমিন, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ,ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ।


আরএক্স/