‘৭ মার্চের ভাষণ সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন বলেছেন, ৭ মার্চের ভাষণ সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদ্ধুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণ আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে শেখায়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার
সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক
অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ৭ মার্চের ভাষণ শুধু বাংলা ভাষাভাষী নয়, বিশ্বের অন্যান্য শোষিত নিপিড়ীত মানুষের মুক্তির উদ্দীপনা সৃষ্টিকারী বক্তৃতা। সব সময়ই এই অলিখিত ভাষণ মানুষকে অনুপ্রেরণা যোগাবে।
মন্ত্রী জানান, ৭