দরজায় কড়া নাড়ছে শীত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩


দরজায় কড়া নাড়ছে শীত
ছবি: জনবাণী

বিদায় নিয়েছে শরৎ এরই মধ্যে দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। দক্ষিনের জেলা পটুয়াখালীতে  রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠান্ডা।


ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। শুক্রবার ( ২০ অক্টোবর) ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশা। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।


স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়ছে। এখন আর রাতে ফুল স্পিডে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কাথা/পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভব হচ্ছে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। 


শুক্রবার কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসা  কয়েকজন পর্যটক বলেন, আমরা কুয়াকাটা  দেখতে এসেছিলাম। এখানে এখনই শীতের পরশ পাচ্ছি। এ অঞ্চলে শীত আগে আসে তা মনে হচ্ছে।


এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।


রাতে বাইক নিয়ে আসা কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, শরৎ শেষ হয়ে গেছে । এরই মধ্যে মধ্যরাতে খোলা জায়গায় কিছুটা কুয়াশা লক্ষ করা যাচ্ছে। সঙ্গে শীত শীত ভাব। আবহাওয়ার খুব একটা ব্যতিক্রম না হলে আগামী সপ্তাহ থেকেই এই কুয়াশা বাড়তে থাকবে।


স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বলেন তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের আগমন ঘটছে। 


আরএক্স/