সংসদের শেষ অধিবেশন বসছে কাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩


সংসদের শেষ অধিবেশন বসছে কাল
ফাইল ছবি

জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামীকাল রবিবার (২২ অক্টোবর)। সাধারণ নির্বাচনের আগে এটি বর্তমান সংসদের শেষ অধিবেশন হতে পারে বলে জানা গেছে। ওইদিন বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে।


এর আগে ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। গেল ১৪ সেপ্টেম্বর বর্তমান সংসদের ২৪তম অধিবেশন নয়টি বৈঠকের পর শেষ করা হয়।


সংবিধানে বলা হয়, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেয়া যাবে না। তাই সাধারণত ২ মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।


আরও পড়ুন: বার কাউন্সিল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে। ২০২৪ সালের ১৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল।


জেবি/এসবি