মির্জাপুরে নদীতে পড়ে আনসার সদস্য নিখোঁজ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৫ পিএম, ২৩শে অক্টোবর ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে কর্মরত ভোটকু(৩৪) নাম এক আনসার সদস্য লৌহজং নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।
রবিবার (২২ অক্টোবর) ভোর রাতে মির্জাপুর গ্রামের রণদা প্রসাদ নাটমন্দিরে ডিউটি শেষে নৌকায় করে কুমুদিনী হাসপাতালে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুসা, অফিসার ইনচার্জ(ওসি)রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হন।
নিখোঁজ ঐ আনসার সদস্যের বাড়ি নরসিংদী জেলায় বলে জানা যায়। কুমুদিনী হাসপাতালের ডিজিএম অনিমেষ ভৌমিক জানান, নিখোঁজ আনসার সদস্য গত ৬ মাস আগে কুমুদিনী হাসপাতালে যোগদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন নদীতে আনসার সদস্য নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে তীব্র স্রোত থাকার কারনে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে।তবে ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
এদিকে সোমবার বেলা ১১টার দিকে সর্বশেষ হাসপাতালের ডিজিএম অনিমেষ ভৌমিকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ভোর ৬টা থেকে ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ঐ আনসার সদস্যের কোন খোঁজ মিলেনি বলে নিশ্চিত করেন হাসপাতালের ডিজিএম।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
