ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৯ পিএম, ২৩শে অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের ভৈরব জংশনে একটি মালবাহী ধাক্কায় ট্রেনের যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর ট্রেনের তিনটি বগির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভৈরবে মালবাহী ট্রেনে যাত্রীবাহী এগারো সিন্ধু ট্রেনের ধাক্কা, বহু হতাহতের শঙ্কা
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করে। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
