ভৈরবে উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩


ভৈরবে উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে  ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর ডাউন লাইন দিয়ে ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


সোমবার (২৩শে অক্টোবর) রাত ১টার দিকে দুর্ঘটনার পরপর ডাউন লাইন থেকে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেন সরানো হলে রেল চলাচল স্বাভাবিক হয়।


বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক মো সিরাজুল ইসলাম জানান, “দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেন সড়িয়ে ডাউন লাইনে আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে। খুব শিগগিরই আপ লাইন থেকে দুর্ঘটনাকবলিত এগারোসিন্ধু ট্রেনের দুটি বগি সড়িয়ে লাইনের কাজ শেষ করে ট্রেন চলাচল শুরু হয়।”


আরও পড়ুন: ভৈরবে মালবাহী ট্রেনে যাত্রীবাহী এগারো সিন্ধু ট্রেনের ধাক্কা, বহু হতাহতের শঙ্কা


এর আগে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এর পাশের জগন্নাথপুর এলাকার মালবাহী ট্রেনের ধাক্কায় ভৈরব থাকে ছেড়ে যাওয়া এগারোসিন্ধু ট্রেনের পিছনের দুটি বগি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঢাকার সাথে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮জন নিহত হয়েছে। 


জেবি/এসবি