ভৈরবে ট্রেন দুর্ঘটনা: হাসপাতালে ভর্তি শিশু রবিউলের সন্ধানে কেউ আসেনি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩


ভৈরবে ট্রেন দুর্ঘটনা: হাসপাতালে ভর্তি শিশু রবিউলের সন্ধানে কেউ আসেনি
ছবি: জনবাণী

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত আহত ৮ বছর বয়সী শিশু রবিউলের সন্ধানে এখন পর্যন্ত কেউ আসেনি। 


দুর্ঘটনার পর সোমবার  (২৩ অক্টোবর)  বিকাল সাড়ে ৪টার দিকে শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এনে ভর্তি করা হয়।


ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ

জানান, সোমবারবিকালে হাসপাতালে ভর্তি করার সময় শিশুটি অজ্ঞান অবস্থায় ছিল। পরে জ্ঞান ফিরলে তার নাম (রবিউল) বলতে পারলেও একেক সময় একেক ঠিকানা বলছে। একবার বলছে তার বাড়ি নরসিংদীর রায়পুরা এবং আরেকবার বলছে ঢাকার

গুলিস্তানে।


তিনি আরও জানান, তার শরীরে আঘাতের তেমন কোনো কিছু পাওয়া যায়নি। কোনো কিছুতে চাপা পড়ে হয়তো তার এমন অবস্থা হয়ে থাকতে পারে। তার অবস্থা আশংকামুক্ত বলে জানান তিনি।


এদিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ তার

ফেসবুকে নিজের মোবাইল নম্বর (০১৭৬৬২৫৪৮৮২) ও  শিশুটির ছবি দিয়ে তার

অভিভাবকদেরকে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার বেলা ১২ টা

পর্যন্ত তার সন্ধানে কেউ আসেনি বলে জানা গেছে।


উল্লেখ্য, সোমবার বিকালে ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকাগামী আন্তনগর

এগারসিন্দুর (গোধুলী) ট্রেনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা কন্টেইনারবাহী

একটি ট্রেনের সংঘর্ষ ১৭ জন নিহত ও শতাধিক আহত হন।


জেবি/এসবি