চাঁপাইনবাবগঞ্জ জেলার ‘মাইগভ প্লাটফর্ম’ উদ্বোধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৩ পিএম, ২৫শে অক্টোবর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার “মাইগভ প্লাটফর্ম” সিস্টেম এর দাপ্তরিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আরএক্স/