তফসিল ঘোষণার পর এই সরকারই নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩


তফসিল ঘোষণার পর এই সরকারই নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী
মন্ত্রী আনিসুল হক - ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই এই সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বলেন।


আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করবে, তিনি কী করবেন, বর্তমান সরকারের আকার ছোট করবেন কিনা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে থাকবে।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনও সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, “বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে।”


আরও পড়ুন: রাস্তা বাদে যেকোনও মাঠে সমাবেশ করতে বলেছে ডিএমপি


আনিসুল হক  বলেন, “সংবিধানে বলা আছে, নির্বাচন কখন হবে, সেই অনুসারে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক এবং নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে।”


আরও পড়ুন: নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি: সিইসি আউয়াল


আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


জেবি/এসবি