মির্জা ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে আদালতে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ও দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
রবিববার (২৯ অক্টোবর) ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে চীফ মেট্রোপলিটন ম্যজিস্টেট (সিএমএম) আদালতের সামনে পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন মিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়।
আরও পড়ূন: মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
মিছিলটি দুপুর সাড়ে ১২টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে আসলে পুলিশ আদালতের প্রধান ফটক আটকে দেয়। এসময় বেশ কিছুক্ষণ তারা হরতালের সমর্থনে ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডাকে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর রোববার হরতালের ডাক দেয় বিএনপি।
জেবি/এসবি