ডেঙ্গু কেড়ে নিল এইচএসসি ফলপ্রত্যাশীর প্রাণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩
এইচএসসি রেজাল্ট প্রকাশের আগেই ডেঙ্গু কেড়ে নিলো এক মেধাবী শিক্ষার্থীর প্রাণ। ডাক্তার হওয়ার অনেক স্বপ্ন নিয়ে রাজধানীতে গিয়ে বাড়ি ফিরেছে লাশ হয়ে।
ভোলার লালমোহন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নিজাম উদ্দিন এর কন্যা ইসরাত জাহান মোহনা। এবার এইচএসসি পরীক্ষা শেষ করেই ঢাকা ফার্মগেট একটি কোচিংয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়।
সেখানেই ওই কোচিংয়ের আবাসিক হলে কিছুদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয় মোহনা। পরে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (২৮ অক্টোবর) রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
মোহনা লালমোহন ধলীগৌরনগর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়। কিছুদিন পর তার রেজাল্ট প্রকাশের অপেক্ষায়। এঅবস্থায় এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আরএক্স/