অবরোধে সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৭ এএম, ৩১শে অক্টোবর ২০২৩


অবরোধে সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক
লঞ্চ চলাচল স্বাভাবিক - ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের সারাদেশে ৭২ ঘণ্টার অবরোধের   প্রথম দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে অবরোধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।


মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই সদরঘাটে বিভিন্ন রুটের লঞ্চ আসা-যাওয়া করছে।


জানা যায়, এদিন ভোর থেকেই সদরঘাট থেকে চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও সকালে ঘাটে পৌঁছেছে। তবে যাত্রীর উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। লঞ্চের পাশাপাশি বুড়িগঙ্গায় নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে।


আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন


লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, “অবরোধে লঞ্চ বন্ধ থাকবে না। পূর্বের মতোই নিয়মিত লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল থেকেই সব রুটে লঞ্চ চলাচল করছে। যাত্রী হলেই লঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে।”


জেবি/এসবি