ঢাকায় অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, জনসমাবেশ, ভোট কেন্দ্র, মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় স্থান লক্ষ্যবস্তু হতে পারে। মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ বা বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যেকোনো সময় সংঘাতময় পরিস্থিতিতে রূপ নিতে পারে।
বাংলাদেশ সরকার নির্বাচনি প্রক্রিয়ার কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের গণপরিবহন এবং ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে ওই দুই দিন ঢাকার মার্কিন দূতাবাসে সরাসরি সেবা সীমিত থাকবে।
বিজ্ঞাপন
দূতাবাস নাগরিকদের জন্য কিছু নিরাপত্তা নির্দেশনা দিয়েছে।
সেগুলো হলো: বড় ধরনের ভিড় ও বিক্ষোভের স্থান এড়িয়ে চলা; স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ ও চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা; বাইরে বের হওয়া কমানো এবং সতর্ক থাকা; জরুরি যোগাযোগের জন্য চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখা; ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা; যাতায়াতের জন্য বিকল্প রুট ঠিক রাখা।








