উত্তরায় ভূঁইয়া পরিবহনের চলন্ত বাসে আগুন

রাজধানীর উত্তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকার সড়কে চলাচলরত ভূঁইয়া পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগুনের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।








