Logo

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৯:১২
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে গণভোট। এ উপলক্ষে সরকারি কর্মকর্তাদের ‘হ্যাঁ’ অথবা ‘না’–এর পক্ষে কোনো প্রচারণা চালানোর অনুমতি দেওয়া হবে না। এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী, প্রজাতন্ত্রের যে কোনো কর্মে নিয়োজিত ব্যক্তি জনগণকে গণভোট বিষয়ে অবহিত বা সচেতন করতে পারবেন। তবে তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সতর্ক করেছে, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

ইসি বলেছে, সরকারি কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে মানা বাধ্যতামূলক। লক্ষ্য হলো নির্বাচনী ও গণভোট প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও অবাধভাবে অনুষ্ঠিত হওয়া।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD