Logo

জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৫
জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ইউএনও ও ওসির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।

এর আগে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী দাবি করে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনা ঘটে। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং প্রশাসনিক পদক্ষেপের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD