বিএনপির অবরোধ
নারায়ণগঞ্জে ৩ পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৮ এএম, ৩১শে অক্টোবর ২০২৩

বিএনপির৭২ ঘণ্টার অবরোধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দলটির নেতাকর্মীদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন
অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আরও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়।”
আরও পড়ুন: মহাসড়ক ফাঁকা, চলছে বিজিবির টহল
আমির খসরু আরও বলেন, “এ ঘটনায় বিএনপির তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
