অক্টোবরে প্রবাসী আয় এলো ২১৮৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩
চলতি বছরের অক্টোবর মাসে প্রায় দুই বিলিয়ন ডলারের (১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার) প্রবাসী (রেমিট্যান্স) আয় এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে) প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকার বেশি। আর প্রতিদিন এসেছে প্রায় ছয় কোটি ৩৯ লাখ ডলার বা ৭০৫ কোটি টাকা।
কেন্দ্রয়ী ব্যাংকের প্রতিবেদন বলছে, “অক্টোবর মাসে দেশে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ডলার এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬০ লাখ ৩০ হাজার ডলার এসেছে।”
আরও পড়ূন: আরও বাড়ল পেঁয়াজের দাম
গেল মাসে ৭টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।
জেবি/এসবি