মাটিরাঙ্গা সেনা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩


মাটিরাঙ্গা সেনা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাটিরাঙ্গা সেনা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

কেক কাটা, প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতসহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।


বুধবার (১ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসির হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।


পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।


এসময়, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মাহমুদুন্নবী, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরাসহ বিভিন্ন সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যহত থাকবে।


আরএক্স/