চাঁপাইনবাবগঞ্জে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩


চাঁপাইনবাবগঞ্জে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত । ছবি: জনবাণী

“শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প”এর আওতায় শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টর  চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে শব্দ সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। 


উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। 


এছাড়াও  উপস্থিত ছিলেন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। 


উক্ত অনুষ্ঠানটি শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় সহযোগিতায় অনুষ্ঠিত হয়। 


একই সাথে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান অনুষ্ঠান পরিচালিত হয়।


আরএক্স/