চিকিৎসক হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩


চিকিৎসক হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চিকিৎসক হত্যার প্রতিবাদে মানববন্ধন । ছবি: জনবাণী

চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান তরুন চিকিৎসক চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী'কে রাজশাহীতে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে গ্রেফতার ও বিচারের দাবিতে চাঁপাই নবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি করেছে রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।


বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে জেলা সদর হাসপাতাল এর সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


চাঁপাইনবাবগঞ্জ জেলার রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি আক্তারুজ্জামান সিহাব এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। 

 

এ-সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চ্যারিটি ব্লাড ইউনিট এর প্রধান উপদেষ্টা ও সদর হাসপাতালের বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ, চাঁভালি রক্ত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ যুব রেডক্রিসেন্ট ইউনিট চিফ ডেপুটি হেল্থ সার্ভিস ডিপার্টমেন্ট এর গাজী কামাল হোসেন, বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন সভাপতি বিপ্লব হোসেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক জেম হোসাইন প্রমুখ।


এসময় ডা. কাজেম আলী আহমেদ এর শৈশব এর স্মৃতিচারণ তুলে ধরে বক্তব্য রাখেন চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা জমশেদ আলী। এ মানববন্ধনে উপস্থিত সকল বক্তাদের দাবি ডা. কাজেম আলী হত্যায় জড়িত খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান তারা।


প্রসঙ্গত উল্লেখ্য চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ গত ২৯ অক্টোবর দিবাগত রাতে উপশহরের বাড়িতে ফেরার পথে রাজশাহীর নগরীর বর্ণালী মোড়ে অজ্ঞত খনিজের হাতে নির্মম ভাবে হত্যা স্বীকার হন তিনি।


আরএক্স/