মালয়েশিয়ায় মাটিচাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩
মালয়েশিয়ার কাম্পুং মাকাতে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করছিল শ্রমিকেরা। এসময় মাটিচাপায় তিন বাংলাদেশির প্রাণহানি হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: প্রবাসীদের এমআরপি রি-ইস্যু ২০২৫ সাল পর্যন্ত চলবে
প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন (২৯) বলেছেন, “দুপুরে তিনি রান্না করছিলেন। এ সময় বাড়ির ৫০মিটার দূরে একটি নির্মাণস্থল থেকে চিৎকার শুনতে পান। পরে তার শ্বশুর সিতি রোহানি সেতাপা তাকে জানান, মাটিতে চাপা পড়ে কয়েকজন শ্রমিক মারা গেছেন।”
আরও পড়ুন: সৌদি আরবে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি শাহিন
তিনি আরও জানান, খবর দেওয়া হলে কিছুক্ষণ পর পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিকেল ৪টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠায়।
জেবি/এসবি