নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩


নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত
নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত। ছবি: জনবাণী

"পুলিশ - জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ পালিত হয়েছে।


শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টায় নওগাঁ পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে  জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় পুলিশ সুপার রাশিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার, কমান্ড (পুলিশ সুপার), ইন-সার্ভিস সেন্টার নওগাঁ।


এছাড়াও অন্যান্যদের মাঝে, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ফৌজিয়া হাবিব খান, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হাসমত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।সমাজ তথা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণকে একসাথে কাজ করার আহ্বানও জানানো হয়।


এসময় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে  নওগাঁ সদর মডেল থানার এস আই (নিরস্ত্র) আব্দুল আনাম এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে ইলিয়াস তুহিন রেজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক গোলাম মাওলা।


আরএক্স