ইসির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক পেছাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩


ইসির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক পেছাল
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল - ফাইল ছবি

চলতি মাসের প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কমিশন থেকে রাষ্ট্রপতির দপ্তরে সময় চাওয়া হয়। এ সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর দিয়েছে রাষ্ট্রপতির দপ্তর।


শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।


জানা গেছে, সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলবেন তারা।


গেল ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। যেহেতু ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা, এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।


আরও পড়ুন: রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ শুরু


তফসিল ঘোষণার আগে ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরণের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছিল। প্র্রথমে আগামীকাল  রবিবার (৫ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের দিন নির্ধারিত হলেও পরবর্তীতে তা পিছিয়ে ৯ নভেম্বর করা হয়েছে।


আরও পড়ুন: মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন আজ


এর আগে নির্বাচনের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করবে ইসি। বুধবার (১ নভেম্বর) বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


জেবি/এসবি